11. তার সৈন্য, তার গণনা-করা লোক ছেচল্লিশ হাজার পাঁচ শত জন।
12. তার পাশে শিমিয়োন-বংশ শিবির স্থাপন করবে এবং সূরীশদ্দয়ের পুত্র শল্লুমীয়েল শিমিয়োনের সন্তানদের নেতা হবে।
13. তার সৈন্য, তার গণনা-করা লোক ঊনষাট হাজার তিন শত জন।
14. গাদ-বংশও সেখানে থাকবে এবং দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ গাদ-বংশের লোকদের নেতা হবে।
15. তার সৈন্য, তাদের গণনা-করা লোক পঁয়তাল্লিশ হাজার ছয় শত পঞ্চাশ জন।