শুমারী 16:20-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. পরে মাবুদ মূসা ও হারুনকে বললেন, তোমরা এই মণ্ডলীর মধ্য থেকে পৃথক হও;

21. আমি নিমেষের মধ্যে এদেরকে সংহার করি।

22. তাঁরা উবুড় হয়ে পড়ে বললেন, হে আল্লাহ্‌, হে সর্বজীবের আল্লাহ্‌, এক জন গুনাহ্‌ করলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে ক্রুদ্ধ হবে?

23. তখন মাবুদ মূসাকে বললেন,

24. তুমি মণ্ডলীকে বল, তোমরা কারুন, দাথন ও অবীরামের তাঁবুর চারদিক থেকে সরে যাও।

শুমারী 16