9. পরে হারুনের পুত্ররা তাঁর কাছে তার রক্ত আনলেন ও তিনি নিজের আঙ্গুল রক্তে ডুবিয়ে কোরবানগাহ্র শিংগুলোর উপরে লাগিয়ে দিলেন এবং অবশিষ্ট রক্ত কোরবানগাহ্র গোড়ায় ঢাললেন।
10. আর গুনাহ্-কোরবানীর চর্বি, বৃক্ক ও কলিজার উপরিভাগের অংশগুলো কোরবানগাহ্র উপরে পুড়িয়ে দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
11. কিন্তু তার গোশ্ত ও চামড়া শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দিলেন।
12. পরে তিনি পোড়ানো-কোরবানী করলেন এবং হারুনের পুত্ররা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি কোরবানগাহ্র উপরে চারদিকে তা ছিটিয়ে দিলেন।