21. আর যদি তোমরা আমার বিরুদ্ধাচরণ কর ও আমার কথা শুনতে না চাও তবে আমি তোমাদের গুনাহ্ অনুসারে তোমাদেরকে আরও সাত গুণ আঘাত করবো।
22. আর তোমাদের মধ্যে বন্যপশু পাঠাব; তারা তোমাদের সন্তান হরণ করবে, তোমাদের পশুপাল বিনষ্ট করবে, তোমাদেরকে সংখ্যায় হ্রাস করবে; আর তোমাদের সমস্ত রাজপথ ধ্বংস হবে।
23. এতেও যদি আমার বাধ্য না হও, কিন্তু আমার বিরুদ্ধাচরণ কর,
24. তবে আমিও তোমাদের বিরুদ্ধাচরণ করবো ও তোমাদের গুনাহ্র জন্য আমিই তোমাদেরকে সাতবার আঘাত করবো।