লূক 20:40-44 কিতাবুল মোকাদ্দস (BACIB)

40. বাস্তবিক, সেই সময় থেকে তাঁকে আর কোন কথা জিজ্ঞাসা করতে তাদের আর সাহস হল না।

41. আর তিনি তাদেরকে বললেন, লোকে কেমন করে মসীহ্‌কে দাউদের সন্তান বলে?

42. দাউদ তো নিজে জবুর শরীফে বলেন,“প্রভু আমার প্রভুকে বললেন,প্রভু তুমি আমার ডানদিকে বস,

43. যতদিন না আমি তোমার দুশমনদেরকেতোমার পায়ের তলায় রাখি।”

44. অতএব দাউদ তাঁকে প্রভু বলেছেন; তবে তিনি কিভাবে তাঁর সন্তান?

লূক 20