28. তখন তিনি তাঁকে কোলে নিলেন, আর আল্লাহ্র গৌরব করলেন ও বললেন,
29. হে মালিক, এখন তুমি তোমারকালাম অনুসারে তোমারগোলামকে শান্তিতে বিদায় করছো,
30. কেননা আমার নয়নযুগল তোমারনাজাত দেখতে পেল,
31. যা তুমি এসব জাতির সম্মুখে প্রস্তুতকরেছ,
32. অ-ইহুদীদের প্রতি প্রকাশিত হবার নূর,ও তোমার লোক ইসরাইলের গৌরব।