লূক 14:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তিনি এক বিশ্রামবারে প্রধান ফরীশীদের এক জন আলেমের বাড়িতে আহার করতে গেলেন, আর তারা তাঁর উপরে দৃষ্টি রাখল।

2. আর দেখ, এক জন শোথ-রোগী তাঁর সম্মুখে ছিল।

3. জবাবে ঈসা আলেমদের ও ফরীশীদেরকে বললেন, বিশ্রামবারে সুস্থ করা উচিত কিনা?

4. কিন্তু তারা চুপ করে রইলো। তখন তিনি তাকে ধরে সুস্থ করলেন, পরে বিদায় দিলেন।

লূক 14