লূক 1:50-61 কিতাবুল মোকাদ্দস (BACIB)

50. আর যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,তাঁর করুণা তাদের পুরুষপরমপরায়বর্তে।

51. তিনি আপন বাহু দ্বারা বিক্রমের কাজকরেছেন;যারা নিজেদের হৃদয়ের কল্পনায়অহঙ্কারী,তাদেরকে ছিন্নভিন্ন করেছেন।

52. তিনি বিক্রমীদেরকে সিংহাসন থেকেনামিয়ে দিয়েছেন ও নিচদেরকেউন্নত করেছেন।

53. তিনি ক্ষুধার্তদেরকে উত্তম উত্তমদ্রব্যে পরিপূর্ণ করেছেন,এবং ধনবানদেরকে শূন্য হাতেবিদায় করেছেন।

54. তিনি তাঁর গোলাম ইসরাইলেরউপকার করেছেন,যেন আমাদের পূর্বপুরুষদের কাছেবলা তাঁর করুণা অনুসারে,

55. ইব্রাহিম ও তার বংশের প্রতি চিরতরেকরুণা স্মরণ করেন।

56. আর মরিয়ম মাস তিনেক এলিজাবেতের কাছে রইলেন, পরে নিজের বাড়িতে ফিরে গেলেন।

57. পরে এলিজাবেতের প্রসবকাল সমপূর্ণ হলে তিনি পুত্র প্রসব করলেন।

58. তখন তাঁর প্রতিবেশী ও আত্মীয়রা শুনতে পেল যে, প্রভু তাঁর প্রতি মহা করুণা করেছেন, আর তারা তাঁর সঙ্গে আনন্দ করতে লাগল।

59. পরে তারা অষ্টম দিনে বালকটির খৎনা করতে আসল, আর তার পিতার নাম অনুসারে তার নাম জাকারিয়া রাখতে চাইল।

60. কিন্তু তার মা জবাবে বললেন, তা নয়, এর নাম ইয়াহিয়া রাখা হবে।

61. তারা তাঁকে বললো, আপনার গোষ্ঠীর মধ্যে এই নামে তো কাউকেও ডাকা হয় না।

লূক 1