লূক 1:42-48 কিতাবুল মোকাদ্দস (BACIB)

42. নারীদের মধ্যে তুমি ধন্য এবং ধন্য তোমার গর্ভের ফল।

43. আর আমার প্রভুর মা আমার কাছে আসবেন, আমার এমন সৌভাগ্য কোথা থেকে হল?

44. কেননা দেখ, তোমার সালামের আওয়াজ আমার কানে প্রবেশ করা মাত্র শিশুটি আমার জঠরে উল্লাসে নেচে উঠলো।

45. আর তুমি ধন্যা, কেননা তুমি ঈমান আনলে, কারণ প্রভু তাঁকে যা যা বলেছেন সেসব সিদ্ধ হবে।

46. তখন মরিয়ম বললেন,আমার প্রাণ প্রভুর মহিমা ঘোষণা করছে,

47. আমার রূহ্‌ আমার নাজাতদাতাআল্লাহ্‌তে উল্লসিত হয়েছে।

48. কারণ তিনি তাঁর বাঁদীর নিচ অবস্থারপ্রতি দৃষ্টিপাত করেছেন;কেননা দেখ, এখন থেকে পুরুষপরমপরাসকলে আমাকে ধন্যা বলবে।

লূক 1