রোমীয় 9:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি মসীহের সঙ্গে যুক্ত হয়ে সত্যি বলছি, মিথ্যা বলছি না, আমার বিবেকও পাক-রূহের দ্বারা নিশ্চিত করছে যে,

2. আমার অন্তরে গভীর দুঃখ ও অশেষ যাতনা হচ্ছে।

3. কেননা আমার ভাইদের জন্য, যারা দৈহিক দিক দিয়ে আমার স্বজাতীয়, তাদের জন্য আমিই যেন মসীহের কাছ থেকে পৃথক হয়ে বদদোয়ার পাত্র হই, এমন কামনা করতে পারতাম।

রোমীয় 9