মেসাল 9:9-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. জ্ঞানবানকে [শিক্ষা] দাও, সে আরও জ্ঞানবান হবে;ধার্মিককে জ্ঞান দাও, তার পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।

10. মাবুদকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ,পবিত্রতম-বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।

11. কেননা আমা দ্বারা তোমার আয়ু বাড়বে,তোমার জীবনের বছর-সংখ্যা বৃদ্ধি পাবে।

12. তুমি যদি জ্ঞানবান হও,নিজেরই মঙ্গলের জন্যই জ্ঞানবান হবে,যদি নিন্দা কর, একাই তা বহন করবে।

13. হীনবুদ্ধি স্ত্রীলোক কলহকারিণী,সে অবোধ, কিছুই জানে না।

মেসাল 9