6. শোন, কেননা আমি উৎকৃষ্ট কথা বলবো,আমার মুখের কথা ন্যায়-সঙ্গত।
7. আমার মুখ সত্যি বলবে,নাফরমানী আমার ওষ্ঠের ঘৃণাস্পদ।
8. আমার মুখের সমস্ত কালাম ধর্মময়;তার মধ্যে বক্রতা বা কুটিলতা কিছুই নেই।
9. বুদ্ধিমানের কাছে সেসব স্পষ্ট,জ্ঞানীদের কাছে সেসব সরল।
10. আমার শাসনই গ্রহণ কর, রূপা নয়,উৎকৃষ্ট সোনার চেয়ে জ্ঞান ভাল করতে আগ্রহী হও।
11. কেননা প্রজ্ঞা মুক্তা হতেও উত্তম,কোন অভীষ্ট বস্তু তার সমান নয়।