13. মাবুদের ভয় নাফরমানীর প্রতি ঘৃণা;অহঙ্কার, দাম্ভিকতা ও কুপথ,এবং কুটিল মুখও আমি ঘৃণা করি।
14. পরামর্শ ও বুদ্ধিকৌশল আমার,আমিই সুবিবেচনা, পরাক্রম আমার।
15. আমা দ্বারা বাদশাহ্রা রাজত্ব করেন,মন্ত্রীরা ধর্মব্যবস্থা স্থাপন করেন।
16. আমা দ্বারা শাসনকর্তারা শাসন করেন,অধিপতিরা, দুনিয়ার সমস্ত বিচারকর্তারা শাসন করেন।
17. যারা আমাকে মহব্বত করে, আমিও তাদেরকে মহব্বত করি,যারা সযত্নে আমার খোঁজ করে, তারা আমাকে পায়।
18. আমার কাছে রয়েছে ঐশ্বর্য ও সম্মান,অক্ষয় সম্পত্তি ও উন্নতি।
19. সোনা ও খাঁটি সোনার চেয়েও আমার ফল উত্তম,উৎকৃষ্ট রূপার চেয়েও আমার উপহার উত্তম।
20. আমি ধার্মিকতার পথে গমন করি,বিচারের পথের মধ্য দিয়ে গমন করি,
21. যেন, যারা আমাকে মহব্বত করে,তাদেরকে সম্পদ দান করি,তাদের ভাণ্ডারগুলো পরিপূর্ণ করি।
22. মাবুদ নিজের পথের আরম্ভে আমাকে পেয়েছিলেন,তাঁর কাজগুলোর আগে, পূর্বাবধি।
23. আমি স্থাপিত হয়েছি অনাদি কাল থেকে,আদি থেকে, দুনিয়ার সৃষ্টির আগে থেকে।
24. জলধি যখন হয় নি, তখন আমি জন্মেছিলাম,যখন পানিতে পূর্ণ সমস্ত ফোয়ারা সৃষ্টি হয় নি।
25. পর্বতগুলো স্থাপিত হবার আগে,উপপর্বতগুলোর আগে আমি জন্মেছিলাম;
26. তখন তিনি দুনিয়া ও এর ভূমি নির্মাণ করেন নি,দুনিয়ার ধূলির প্রথম অণুও গড়েন নি।
27. যখন তিনি আসমান প্রস্তুত করেন,তখন আমি সেখানে ছিলাম;যখন তিনি জলধিপৃষ্ঠের চক্রাকার সীমা নির্ধারণ করলেন,