4. তোমার চোখকে নিদ্রা যেতে দিও না,চোখের পাতাকে বন্ধ হতে দিও না;
5. নিজেকে শিকারীর হাত থেকে হরিণের মত,পাখির মত শিকারীর হাত থেকে উদ্ধার কর।
6. হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও,তার সমস্ত কাজ দেখে জ্ঞানবান হও।
7. তার বিচারকর্তা কেউ নেই,শাসনকর্তা কি নেতা কেউ নেই,
8. তবু সে গ্রীষ্মকালে তার খাদ্য জমা করে,শস্য কাটার সময়ে খাবার সঞ্চয় করে।
9. হে অলস, তুমি কত কাল শুয়ে থাকবে?কখন নিদ্রা থেকে উঠবে?