15. তুমি নিজের জলাশয়ের পানি পান কর,নিজের কূপের স্রোতের পানি পান কর।
16. তোমার ফোয়ারা কি বাইরে প্লাবিত হবে?পথে-ঘাটে কি পানির স্রোত বয়ে যাবে?
17. সেটি কেবল তোমারই হোক,তোমার সঙ্গে অপর লোকের না হোক।
18. তোমার ফোয়ারা দোয়াযুক্ত হোক,তুমি তোমার যৌবনের স্ত্রীতে আমোদ কর।