মেসাল 31:28-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

28. তাঁর সন্তানেরা উঠে তাঁকে সুখী বলে;তাঁর স্বামীও বলেন, আর তাঁর এরকম প্রশংসা করেন,

29. “অনেক মেয়ে অনেক গুণ প্রদর্শন করেছে,কিন্তু তাদের মধ্যে সবচেয়ে তুমি শ্রেষ্ঠা।”

30. লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার,কিন্তু যে স্ত্রী মাবুদকে ভয় করেন,তিনিই প্রশংসনীয়া।

31. তোমরা তাঁর অর্জিত পুরস্কার তাঁকে দাও,নগর-দ্বারগুলোতে তাঁর কাজ তাঁর প্রশংসা করুক।

মেসাল 31