মেসাল 31:19-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়িয়ে দেন,তাঁর দু’হাত তাঁতের টাকু ধরে।

20. তিনি দরিদ্রের প্রতি মুক্তহস্ত হন,দীনহীনের প্রতি হাত বাড়িয়ে দেন।

21. তিনি নিজের পরিবারের বিষয়ে তুষারপাত থেকে ভয় পান না;কারণ তাঁর সমস্ত পরিজন লাল কাপড় পরে।

22. তিনি নিজের জন্য বুটিদার চাদর নির্মাণ করেন।তাঁর পরিচ্ছদ শুভ্র মসীনার কাপড় ও বেগুনে কাপড়।

23. তাঁর স্বামী নগর-দ্বারে সমাদৃত হন,যখন দেশের প্রাচীনদের সঙ্গে বসেন।

24. তিনি সূক্ষ্ম কাপড় প্রস্তুত করে বিক্রি করেন,বণিকের হাতে কটিবস্ত্র তুলে দেন।

25. শক্তি ও সমাদর তাঁর পরিচ্ছদ;তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাসবেন।

26. তিনি প্রজ্ঞার সঙ্গে মুখ খোলেন,তাঁর কথায় দয়ার ব্যবস্থা থাকে।

27. তিনি নিজের পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন,তিনি আলস্যের খাদ্য খান না।

মেসাল 31