17. তিনি বলযুক্ত হয়ে কোমরবন্ধনী পরেন,আপন বাহুযুগল বলশালী করেন।
18. তিনি দেখতে পান, তাঁর ব্যবসায় উত্তম,রাতে তাঁর দীপ নির্বাপিত হয় না।
19. তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়িয়ে দেন,তাঁর দু’হাত তাঁতের টাকু ধরে।
20. তিনি দরিদ্রের প্রতি মুক্তহস্ত হন,দীনহীনের প্রতি হাত বাড়িয়ে দেন।