11. তাঁর স্বামীর হৃদয় তাঁতে নির্ভর করে,স্বামীর লাভের অভাব হয় না।
12. তিনি সারা জীবন তাঁর উপকার করেন,অপকার করেন না।
13. তিনি ভেড়ার লোম ও মসীনা খোঁজ করেন,প্রফুল্লভাবে নিজের হাতে কাজ সম্পাদন করেন।
14. তিনি বাণিজ্য-জাহাজগুলোর মত,দূর থেকে নিজের খাদ্যসামগ্রী আনয়ন করেন।