মেসাল 30:30-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

30. সিংহ, যে পশুদের মধ্যে বিক্রমী,যে কাউকেও দেখে ফিরে যায় না;

31. যুদ্ধের ঘোড়া, আর ছাগল এবং বাদশাহ্‌,যখন তাঁর সৈন্যদল তাঁর সঙ্গে থাকে।

32. তুমি যদি নিজের বড়াই করে মূর্খের কাজ করে থাক,কিংবা যদি কুসঙ্কল্প করে থাক, তবে তোমার মুখে হাত দাও।

33. কেননা দুধ মন্থনে মাখন বের হয়,নাসিকা মন্থনে রক্ত বের হয় ও ক্রোধ মন্থনে বিরোধ হয়।

মেসাল 30