মেসাল 30:26-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

26. শাফন জন্তু বলবান জাতি নয়,তবুও শৈলে ঘর বাঁধে;

27. পঙ্গপালগুলোর বাদশাহ্‌ নেই,তবুও তারা দল বেঁধে যাত্রা করে;

28. টিক্‌টিকি হাত দিয়ে চলে,তবুও বাদশাহ্‌র অট্টালিকায় থাকে।

29. তিনটা জিনিস সুন্দরভাবে গমন করে,চারটা জিনিস সুন্দরভাবে চলে;

30. সিংহ, যে পশুদের মধ্যে বিক্রমী,যে কাউকেও দেখে ফিরে যায় না;

মেসাল 30