18. তিনটা জিনিস আমার জ্ঞানের অগম্য,চারটা জিনিস আমি বুঝতে পারি না;
19. ঈগল পাখির পথ আসমানে,সাপের পথ শৈলের উপরে,জাহাজের পথ সমুদ্রের মধ্যস্থলে,পুরুষের পথ যুবতীতে।
20. জেনাকারীণীর পথও তদ্রূপ;সে খেয়ে মুখ মোছে,আর বলে, আমি অধর্ম করি নি।
21. তিনটার ভারে ভূতল কাঁপে,চারটার ভারে কাঁপে, সইতে পারে না;
22. গোলামের ভার, যখন সে রাজত্ব লাভ করে,মূর্খের ভার, যখন সে ভক্ষ্যে পরিতৃপ্ত হয়,
23. ঘৃণিতা স্ত্রীর ভার, যখন সে পত্নীর পদ পায়,আর বাঁদীর ভার, যখন সে নিজের কর্ত্রীর স্থান লাভ করে।