মেসাল 3:16-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. তার ডান হাতে দীর্ঘ পরমায়ু,তার বাম হাতে ধন ও সম্মান থাকে।

17. তার সমস্ত পথ সুখের পথ,তার সমস্ত পথ শান্তিময়।

18. যারা তাকে ধরে রাখে, তাদের কাছে তা জীবন-বৃক্ষ;যে কেউ তা গ্রহণ করে, তাকে সুখী বলা হয়।

19. মাবুদ প্রজ্ঞা দ্বারা দুনিয়ার মূল স্থাপন করেছেন,বুদ্ধি দ্বারা আসমান অটল করেছেন;

20. তাঁর জ্ঞান দ্বারা গভীর সমস্ত জলধি খুলে গেল,আর আসমান বিন্দু বিন্দু শিশির বর্ষণ করলো।

21. বৎস, এসব তোমার দৃষ্টি-বহির্ভূত না হোক,তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা কর।

22. তাতে সেগুলো তোমার প্রাণের জীবনস্বরূপ হবে,তোমার কণ্ঠের শোভাস্বরূপ হবে।

মেসাল 3