মেসাল 27:25-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. শুকনো ঘাস নিয়ে যাওয়ার পর নবীন ঘাস দেখা দেয়,এবং পর্বতমালার ওষধি সংগ্রহ করা যায়।

26. ভেড়ার বাচ্চারা তোমাকে কাপড় দেবে,ছাগলেরা ক্ষেতের মূল্যস্বরূপ হবে;

27. তোমার খাদ্যের জন্য, তোমার পরিবারের খাদ্যের জন্যছাগীরা যথেষ্ট দুধ দেবে,তোমার যুবতী বাঁদীদের প্রতিপালন করবে।  

মেসাল 27