মেসাল 26:25-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. তার কথা মিষ্টি হলেও তাকে বিশ্বাস করো না,কারণ তার অন্তরে সাতটা ঘৃণ্য বস্তু থাকে।

26. যদিও তার ঘৃণা কপটতায় আচ্ছন্ন,তার দুষ্টামি সমাজে প্রকাশিত হবে।

27. যে খাদ খনন করে, সে তার মধ্যে পড়বে;যে পাথর গড়িয়ে দেয়, তারই উপরে তা ফিরে আসবে।

28. মিথ্যাবাদী জিহ্বা যাদেরকে চূর্ণ করেছে, তাদেরকে ঘৃণা করে;আর তোষামোদকারী মুখ বিনাশ সাধন করে।

মেসাল 26