মেসাল 26:21-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও আগুনের পক্ষে কাঠ,তেমনি বিবাদের আগুন জ্বালাবার পক্ষে বিবাদী।

22. গুজবের কথা মিষ্টান্নস্বরূপ,তা অন্তরের অন্তঃপুরে প্রবিষ্ট হয়।

23. অনুরাগী বচন ও দুষ্ট কুটিল হৃদয়রূপার আভরণে মণ্ডিত মাটির পাত্রস্বরূপ।

মেসাল 26