মেসাল 25:21-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. তোমার দুশমন যদি ক্ষুধিত হয়, তাকে অন্ন ভোজন করাও;যদি সে পিপাসিত হয়, তাকে পানি পান করাও;

22. কেননা তা করলে তা হবেতার মাথায় জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখার মত,আর মাবুদ তোমাকে পুরস্কার দেবেন।

23. উত্তর দিকের বায়ু বৃষ্টির উৎপাদক,তেমনি রটনাকারীর জিহ্বা ক্রোধদৃষ্টির জন্ম দেয়।

24. বরং ছাদের কোণে বাস করা ভাল;তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা ভাল নয়।

25. পিপাসিত প্রাণের পক্ষে যেমন শীতল পানি,দূরদেশ থেকে পাওয়া মঙ্গল সংবাদ তেমনি।

26. ঘোলা পানির আধার ও মলিন ফোয়ারা যেরূপ,দুষ্টের সম্মুখে বিচলিত ধার্মিক তদ্রূপ।

27. বেশি মধু খাওয়া ভাল নয়,কঠিন কঠিন বিষয় অনুসন্ধান করা ভাল নয়।

মেসাল 25