16. কেননা ধার্মিক সাত বার পড়লেও আবার উঠে;কিন্তু দুষ্টেরা দুর্যোগে নিপাতিত হবে।
17. তোমার দুশমনের পতনে আনন্দ করো না,সে নিপাতিত হলে তোমার অন্তর উল্লসিত না হোক;
18. পাছে মাবুদ তা দেখে অসন্তুষ্ট হন,এবং তার উপর থেকে তাঁর ক্রোধ সরিয়ে নেন।
19. তুমি দুর্বৃত্তদের বিষয়ে রুষ্ট হয়ো না;দুষ্টদের প্রতি ঈর্ষা করো না।