মেসাল 24:1-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তুমি দুর্বৃত্ত লোকদের উপরে ঈর্ষা করো না,তাদের সঙ্গে থাকতেও বাসনা করো না।

2. কেননা তাদের অন্তর আক্রমণের কল্পনা করে,তাদের ওষ্ঠাধর অনিষ্টের কথা বলে।

3. জ্ঞান দ্বারা বাড়ি নির্মিত হয়,আর বুদ্ধি দ্বারা তা স্থিরীকৃত হয়;

4. জ্ঞান দ্বারা সমস্ত কুঠরী পরিপূর্ণ হয়,বহুমূল্য ও মনোরম্য সমস্ত দ্রব্যে।

5. জ্ঞানবান লোকের মহা ক্ষমতা আছে,বিদ্বান লোক পরাক্রম বৃদ্ধি করে।

6. বস্তুত সুমন্ত্রণার চালনায় তুমি যুদ্ধ করবে,আর অনেক মন্ত্রীর দরুন জয়ী হবে।

7. মূর্খের জন্য প্রজ্ঞা অতি উঁচু;সে নগর-দ্বারে মুখ খোলে না।

8. যে অপকারের সঙ্কল্প করে,লোকে তাকে কুসঙ্কল্পকারী বলবে।

9. অজ্ঞানতার সঙ্কল্প গুনাহ্‌ময়,আর যে নিন্দুক, সে মানুষের চোখে ঘৃণিত।

মেসাল 24