29. কে হায় হায় বলে? কে হাহাকার করে?কে ঝগড়া করে? কে মাতম করে?কে অকারণ আঘাত পায়?কার চোখ লাল হয়?
30. যারা আঙ্গুর-রসের কাছে বহুকাল থাকে,যারা সুরার সন্ধানে যায়।
31. আঙ্গুর-রসের প্রতি দৃষ্টিপাত করো না,যদিও সেটি লাল রংয়ের,যদিও সেটি পাত্রে চক্মক্ করে,যদিও সেটি সহজে গলায় নেমে যায়;