মেসাল 23:23-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. সত্য ক্রয় কর, বিক্রি করো না;প্রজ্ঞা, শাসন ও সুবিবেচনা ক্রয় কর।

24. ধার্মিকের পিতা মহা-উল্লসিত হন,জ্ঞানবানের জন্মদাতা তাতে আনন্দ করেন।

25. তোমার পিতা-মাতা আহ্লাদিত হোন,তোমার জননী উল্লসিতা হোন।

26. হে বৎস, তোমার হৃদয় আমাকে দাওতোমার চোখ আমার পথগুলোতে প্রীত হোক।

27. কেননা পতিতা গভীর খাত,জেনাকারী স্ত্রী সঙ্কীর্ণ কূপ।

মেসাল 23