মেসাল 22:6-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. বালককে তার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও,সে প্রাচীন হলেও তা ছাড়বে না।

7. ধনবান দরিদ্রদের উপরে কর্তৃত্ব করে,আর ঋণী মহাজনের গোলাম হয়।

8. যে অধর্ম-বীজ বোনে, সে দুর্গতি-শস্য কাটবে,আর তার কোপের দণ্ড লোপ পাবে।

9. উদার ব্যক্তি দোয়াযুক্ত হবে;কারণ সে দীনহীন লোককে নিজের খাদ্যের অংশ দেয়।

10. নিন্দুককে তাড়িয়ে দাও, ঝগড়া বাইরে যাবে,বিরোধ ও অবমাননাও ঘুচবে।

মেসাল 22