1. মাবুদের হাতে বাদশাহ্র অন্তর পানির স্রোতের মত;তিনি যে দিকে ইচ্ছা, সেই দিকে তা ফিরান।
2. মানুষের সকল পথই নিজের দৃষ্টিতে সরল,কিন্তু মাবুদ হৃদয়গুলো পরিমাপ করেন।
3. ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠানমাবুদের কাছে কোরবানীর চেয়ে বেশি গ্রহণযোগ্য।
4. উচ্চদৃষ্টি ও গর্বিত মন,দুষ্টদের সেই প্রদীপ গুনাহ্ময়।
5. পরিশ্রমীর চিন্তা থেকে কেবল ধনলাভ হয়,কিন্তু যে কেউ হঠকারী, তার কেবল অভাব ঘটে।