মেসাল 20:6-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. অনেক লোক স্ব স্ব সাধুতার কীর্তন করে,কিন্তু বিশ্বস্ত লোক কে খুঁজে পেতে পারে?

7. যে লোক ধার্মিক সে তার নিজের সিদ্ধতায় চলে,তাদের যে সন্তানেরা তাদের অনুসরণ করে তারা ধন্য।

8. যে বাদশাহ্‌ বিচারাসনে বসেন,তিনি দৃষ্টি দ্বারা সমস্ত নাফরমানী উড়িয়ে দেন।

9. কে বলতে পারে, আমি অন্তর বিশুদ্ধ করেছি,আমার গুনাহ্‌ থেকে পাক-পবিত্র হয়েছি?

10. নানা রকম বাটখারা ও ভিন্ন ভিন্ন পরিমাপের পাত্র,উভয়ই মাবুদের নিকট ঘৃণার কর্ম।

মেসাল 20