মেসাল 2:7-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. তিনি সরলদের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন,যারা সিদ্ধতায় চলে, তিনি তাদের ঢালস্বরূপ।

8. তিনি ন্যায়বিচারের সমস্ত পথ রক্ষা করেন,যারা তাঁর বিশ্বস্ত তিনি তাদের পথ সংরক্ষণ করেন।

9. অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝবে,ন্যায় ও সমস্ত উত্তম পথ অবগত হবে।

10. কেননা প্রজ্ঞা তোমার অন্তরে প্রবেশ করবে,জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাবে,

11. পরিণামদর্শিতা তোমার প্রহরী হবে,বুদ্ধি তোমাকে রক্ষা করবে;

মেসাল 2