12. যেন তোমাকে উদ্ধার করে, দুষ্টের পথ থেকে,সেসব লোক থেকে, যারা কুটিল কথা বলে,
13. যারা সরলতার পথ ত্যাগ করে,অন্ধকার-পথে চলবার জন্য;
14. যারা কুকর্ম সাধনে আনন্দিত হয়,নীচতার কুটিলতায় উল্লসিত হয়;
15. যারা বাঁকা পথের পথিক,নিজ নিজ আচরণে বিপথগামী।
16. সে তোমাকে নিস্তার করবে জেনাকারী স্ত্রী থেকে,সেই চাটুবাদিনী বিজাতীয়া থেকে,