6. অনেকে বদান্যতার স্তুতিবাদ করে,এবং সকলে দানশীলের বন্ধু হয়।
7. দরিদ্রের ভাইয়েরা সকলে তাকে ঘৃণা করে,আরও নিশ্চয়, তার বন্ধুরা তা থেকে দূরে যায়;সে আলাপের চেষ্টা করে, কিন্তু তাদের কাছে পায় না।
8. যে বুদ্ধি অর্জন করে, সে তার প্রাণকে মহব্বত করে,যে বিবেচনা রক্ষা করে, সে মঙ্গল পায়।
9. মিথ্যাসাক্ষী দণ্ডিত হবেই হবে,মিথ্যাভাষী বিনাশ পাবে।