মেসাল 19:15-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. আলস্য অগাধ নিদ্রা নিয়ে আসে,এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়।

16. যে হুকুম পালন করে, সে নিজের প্রাণ রক্ষা করে;যে তার নিজের পথ উপেক্ষা করে, সে বিনষ্ট হবে।

17. যে দরিদ্রকে কৃপা করে, সে মাবুদকে ঋণ দেয়;তিনি তার সেই উপকারের পরিশোধ করবেন।

18. তোমার পুত্রকে শাসন কর, কারণ আশা আছে,তোমার প্রাণ তার মৃত্যু ঘটাবার বাসনা না করুক।

19. অতি ক্রুদ্ধ লোক দণ্ড পাবে; তাকে যদি উদ্ধার কর,তা আবার করতে হবে।

20. পরামর্শ শোন, শাসন গ্রহণ কর,যেন তুমি শেষকালে জ্ঞানবান হও।

21. মানুষের মনে অনেক সঙ্কল্প হয়,কিন্তু মাবুদেরই মন্ত্রণা স্থির থাকবে।

মেসাল 19