মেসাল 19:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. যে দরিদ্র নিজের সিদ্ধতায়চলে,সে কুটিল ওষ্ঠ হীনবুদ্ধির চেয়ে ভাল।

2. প্রাণ জ্ঞানবিহীন হলে মঙ্গল নেই,যে দ্রুত পাদবিক্ষেপ করে, সে পথ হারায়।

3. মানুষের অজ্ঞানতা তার পথ বিপরীত করে,আর তার অন্তর মাবুদের উপরে রুষ্ট হয়।

4. ধন দ্বারা অনেক বন্ধু লাভ হয়;কিন্তু দরিদ্র নিজের বন্ধু থেকে পৃথক হয়।

5. মিথ্যাসাক্ষী দণ্ডিত হবেই হবে,মিথ্যাভাষী রক্ষা পাবে না।

মেসাল 19