মেসাল 15:15-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. দুঃখীর সকল দিনই অশুভ;কিন্তু যার হৃষ্টমন, তার সততই ভোজ।

16. মাবুদের ভয়ের সঙ্গে অল্পও ভাল,তবু উদ্বেগের সঙ্গে প্রচুর ধন ভাল নয়।

17. ভালবাসার সঙ্গে শাক খাওয়া ভাল,তবু দ্বেষভাবের সঙ্গে পুষ্ট গরু ভাল নয়।

18. যে ব্যক্তি ক্রোধী, সে অপরকে বিবাদে উত্তেজিত করে;কিন্তু যে ক্রোধে ধীর, সে ঝগড়া ক্ষান্ত করে।

19. অলসের পথ কাঁটার বেড়ার মত;কিন্তু সরলদের পথ রাজপথ।

20. জ্ঞানবান পুত্র পিতার আনন্দ জন্মায়;কিন্তু হীনবুদ্ধি লোক মাতাকে তুচ্ছ করে।

মেসাল 15