মেসাল 14:29-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

29. যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান;কিন্তু বদমেজাজী অজ্ঞানতা তুলে ধরে।

30. শান্ত হৃদয় শরীরের জীবন;কিন্তু ঈর্ষাগুলো অস্থির পচনস্বরূপ।

31. যে দীনহীনের প্রতি জুলুম করে, সে তার নির্মাতাকে উপহাস করে;কিন্তু যে দরিদ্রের প্রতি রহম করে, সে তাঁকে সম্মান করে।

32. দুষ্ট লোক নিজের দুষ্কার্যে নিপাতিত হয়,কিন্তু মরণকালেও ধার্মিকের প্রত্যাশাথাকে।

33. জ্ঞানবানের হৃদয়ে প্রজ্ঞা বিশ্রাম করে,কিন্তু হীনবুদ্ধিদের দিলে যা থাকে, তা প্রকাশ হয়ে পড়ে।

মেসাল 14