21. যে প্রতিবেশীকে তুচ্ছ করে, সে গুনাহ্ করে;কিন্তু যে দীনহীনদের প্রতি দয়া করে, সে সুখী।
22. যারা অনিষ্ট কল্পনা করে, তারা কি ভ্রান্ত হয় না?কিন্তু যারা মঙ্গল কল্পনা করে, তারা রহম ও বিশ্বস্ততা পায়।
23. সমস্ত পরিশ্রমেই লাভ হয়,কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে।
24. জ্ঞানবানদের ধনই তাদের মুকুট;কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা অজ্ঞানতামাত্র।