16. জ্ঞানবান ভয় করে মন্দ থেকে সরে যায়;কিন্তু হীনবুদ্ধি অসতর্ক ও দুঃসাহসী।
17. যে শীঘ্র ক্রুদ্ধ হয়, সে অজ্ঞানের কাজ করে,আর কু-কল্পনাকারী ঘৃণার পাত্র হয়।
18. অবোধদের পুরস্কার অজ্ঞানতা;কিন্তু সতর্ক লোকেরা জ্ঞানমুকুটে বিভূষিত হয়।
19. দুর্বৃত্তেরা সুজনদের সম্মুখে,আর দুষ্টেরা ধার্মিকের দ্বারে প্রণত হয়।
20. দরিদ্র তাঁর প্রতিবেশীরও ঘৃণিত,কিন্তু ধনবানের অনেক বন্ধু আছে।