মেসাল 13:21-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. অমঙ্গল গুনাহ্‌গারদের পিছনে পিছনে দৌড়ায়;কিন্তু ধার্মিকদেরকে মঙ্গলরূপ পুরস্কার দেওয়া হয়।

22. সৎ লোক পুত্রদের পুত্রদের জন্য অধিকার রেখে যায়;কিন্তু গুনাহ্‌গারের ধন ধার্মিকের জন্য সঞ্চিত হয়।

23. দরিদ্রদের ভূমির চাষে প্রচুর খাদ্য জন্মায়;কিন্তু ন্যায়বিচারের অভাবে কেউ কেউ নষ্ট হয়।

24. যে পুত্রকে দণ্ড না দেয়, সে তাকে ঘৃণা করে;কিন্তু যে তাকে মহব্বত করে, সে সযত্নে শাস্তি দেয়।

25. ধার্মিক লোকেরা প্রাণের তৃপ্তি পর্যন্ত আহার করে,কিন্তু দুষ্টদের উদর শূন্য থাকে।

মেসাল 13