মেসাল 13:16-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. যে কেউ সতর্ক, সে জ্ঞানপূর্বক কাজ করে;কিন্তু হীনবুদ্ধি মূর্খতা বিস্তার করে।

17. দুষ্ট সংবাদদাতা বিপদে পড়ে,কিন্তু বিশ্বস্ত সংবাদদাতা সুস্থতা বয়ে আনে।

18. যে শাসন অমান্য করে, সে দরিদ্রতা ও লজ্জা পায়;কিন্তু যে তিরস্কার মান্য করে, সে সম্মানিত হয়।

19. কোন বাসনা পূরণ হলে তা প্রাণে মধুর মত মনে হয়;কিন্তু হীনবুদ্ধিরা মন্দ থেকে সরে যেতে ঘৃণা বোধ করে।

20. জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হবে;কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হবে।

21. অমঙ্গল গুনাহ্‌গারদের পিছনে পিছনে দৌড়ায়;কিন্তু ধার্মিকদেরকে মঙ্গলরূপ পুরস্কার দেওয়া হয়।

মেসাল 13