মেসাল 11:28-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

28. যে নিজের ধনে নির্ভর করে তার পতন হবে;কিন্তু ধার্মিকরা সতেজ তরুশাখার মত প্রফুল্ল হয়।

29. যে নিজের পরিবারের কাঁটা, সে কিছুই পায় না;আর অজ্ঞান বিজ্ঞচিত্তের গোলাম হয়।

30. ধার্মিকের ফল জীবন-বৃক্ষ;এবং জ্ঞানবান [অপরদের] প্রাণ লাভ করে।

31. দেখ, দুনিয়াতে ধার্মিক প্রতিফল পায়।তবে দুর্জন ও গুনাহ্‌গার আরও কত না পাবে!  

মেসাল 11