মেসাল 1:7-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. মাবুদের ভয় জ্ঞানের আরম্ভ;অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।

8. বৎস, তুমি তোমার পিতার উপদেশ শোন,তোমার মাতার ব্যবস্থা ছেড়ো না।

9. কারণ তারা উভয়ে তোমার মাথার সৌন্দর্যস্বরূপ,ও তোমার গলার হারস্বরূপ হবে।

10. বৎস, যদি গুনাহ্‌গারেরা তোমাকে প্রলোভন দেখায়,তুমি সম্মত হয়ো না।

11. তারা যদি বলে, ‘আমাদের সঙ্গে এসো,আমরা রক্তপাত করার জন্য লুকিয়ে থাকি,নির্দোষদেরকে অকারণে ধরবার জন্য গুপ্ত থাকি,

12. পাতালের মত তাদেরকে জীবন্ত গ্রাস করি,গর্তগামীদের মত সর্বাঙ্গীন গ্রাস করি,

মেসাল 1