মেসাল 1:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. সোলায়মানের মেসাল;তিনি দাউদের পুত্র, ইসরাইলের বাদশাহ্‌।

2. এই মেসাল দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়,বুদ্ধির কথা বোঝা যায়;

3. উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে,ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে;

মেসাল 1