মার্ক 15:45-47 কিতাবুল মোকাদ্দস (BACIB)

45. পরে শতপতির কাছ থেকে জেনে ইউসুফকে লাশটি দান করলেন।

46. ইউসুফ একখানি চাদর কিনে তাঁকে নামিয়ে ঐ চাদরে জড়ালেন এবং শৈলে খোদাই-করা একটি কবরে রাখলেন; পরে কবরের মুখে একখানি পাথর গড়িয়ে দিলেন।

47. তাঁকে যে স্থানে রাখা হল, তা মগ্দলীনী মরিয়ম ও যোশির মা মরিয়ম দেখতে পেলেন।

মার্ক 15