মার্ক 12:36-39 কিতাবুল মোকাদ্দস (BACIB)

36. দাউদ নিজেই তো পাক-রূহের আবেশে এই কথা বলেছেন,“প্রভু আমার প্রভুকে বললেন,তুমি আমার ডান দিকে বস,যতদিন তোমার দুশমনদেরকেতোমার পায়ের তলায় না রাখি।”

37. দাউদ নিজেই তো তাঁকে প্রভু বলেন, তবে তিনি কিভাবে তাঁর সন্তান হলেন? আর সাধারণ লোকে আনন্দপূর্বক তাঁর কথা শুনতো।

38. আর তিনি তাঁর উপদেশের মধ্যে তাদেরকে বললেন, আলেমদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা কোর্তা পরে বেড়াতে চায় এবং হাট বাজারে লোকদের কাছ থেকে সালাম পেতে চায়,

39. মজলিস-খানায় প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান স্থান ভালবাসে।

মার্ক 12